একটি বাড়ি একটি খামার প্রকল্প ২০১০-২০১১ অর্থ বছর : নিয়ামতপুর উপজেলার ৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে, নির্বাচিত ইউনিয়ন গুলি- ১) ১নং হাজিনগর ইউনিয়ন, ২) ৫নং রসুলপুর ইউনিয়ন, ৩) ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন এবং ৪) ৮নং বাহাদুরপুর ইউনিয়ন । প্রতি ইউনিয়নে পাঁচটি করে গ্রাম মোট ২০টি গ্রামের (প্রতি গ্রামে ৬০টি করে পরিবার) মোট ১২০০ পরিবার এই পকল্পের আওতাভূক্ত করা হয়েছে। ২০১০- ২০১১ অর্থ বছরে অত্র উপজেলায় সম্পদ হস্তান্তরের জন্য মোট ২৮,০০,০০০ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। প্রকল্পের সম্পদ হস্তান্তরের আওতায় সুফলভোগীদের মধ্যে ১০০ জন বকনা গাভী, ৪৪ জন ঢেউ টিন, ৩০ জন হাঁস-মুরগীর বাচ্চা, ৯০ জন গাছের চারা, এবং ১২০ জনের মধ্যে শাক সবজির বীজ বিতরন সম্পন্ন করা হয়েছে। ২০১১-২০১২ অর্থ বছর : এ অর্থ বছরে পুরাতুন ২০টি সমিতি রিভিউ এবং নতুন আরও ১৬টি সমিতি গঠন করা হয়েছে এই ৩৬টি সমিতির মোট সদস্য সংখ্যা ২১৬০ জন (প্রতিটি সমিতিতে ৬০ জন করে) বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গত ০৭/০৬/২০১২ইং তারিখে শেষ হয়েছে । ৩৬টি সমিতির সঞ্চয় জমা হয়েছে মোট ৪১,০০,০৯০/-টাকা প্রায় (২৮/০৬/২০১২ইং পর্যন্ত) । ২০১২-২০১৩ অর্থ বছর : এ অর্থ বছরে ৩৬টি সমিতির সঞ্চয় জমা হয়েছে মোট ৪৫,০০,০০০/-টাকা প্রায় (৩০/০৬/২০১৩ইং পর্যন্ত) এছাড়া বছরের শুরু থেকেই সদস্যদের প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের (যেমন গবাদী পশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস চাষ, সব্জি চাষ, নার্সারী, কৃষি এবং অন্যান্য প্রকল্পের) উপর মোট ২,২৭,৮০,০০০/- টাকা প্রায় বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা হয়েছে এবং বাস্তবায়িত প্রকল্প থেকে মোট ৭৬,৫৫,০০০/- টাকা প্রায় ঋণ আদায় হয়েছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS