Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হাজীনগর ইউনিয়ন

সুজলা সুফলা শস্য শ্যামলা নদী-মাতৃক বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল রাজশাহী বিভাগের নওগাঁ  জেলার নিয়ামতপুর উপজেলায় ১নং হাজীনগর ইউনিয়নের অবস্থান । জেলা সদর থেকে ৫৫ কিঃমিঃ পশ্চিমে উপজেলা সদর থেকে ১১ কিঃমিঃ উত্তরে ইউনিয়ন পরিষদ ভবনটির অবস্থান ।এটি একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ।কাল পরিক্রমায় আজ হাজীনগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 নাম: ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদ

পূর্বতন ভবনঃ ১৯৬০খ্রিঃনির্মিত

নতুন ভবনঃ ২০০২খ্রিঃ নির্মিত

 আয়াতন: ২২.৩৭ (বর্গ মাইল)

 লোক সংখ্যা: ২৫৭১৬ জন।

 মোট গ্রামের সংখ্যা: ৪০ টি।

 মোট মুজা সংখ্যা: ৩৯ টি।

হাট/বাজারের সংখ্যা: ২টি।

 যোগাযোগ ব্যবস্থা: উপজেলা সদর থেকে সড়ক পথে অটো রিক্রা যোগে।